সুনামগঞ্জে মঞ্চ নাটক‘ অভিশপ্ত আগষ্ট ’ মঞ্চায়িত

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ : সুনামগঞ্জে পুলিশ নাট্যদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ অভিশপ্ত আগষ্ট ’ নামের একটি মঞ্চ নাটক। গতকাল রবিবার (৯ জানুয়ারী) রাত ৭টায় জেলার শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই নাটকটি মঞ্চায়িত হয়।
প্রায় ২ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই নাটকের মাধ্যমে ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, খন্দকার মোশতাক ও মেজর ফারুক, রশীদসহ পর্দার আড়ালে থাকা মাস্টার মাইন্ডদের দেশ দখলের নীল নকশা তৈরি ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষনা ও তথ্য সংকলনে নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।
এ নাটকের অভিনয় করেছেন- জাহিদুর রহমান, ওমর ফারুক, হাসিবুর রহমান, রেদওয়ান আহমেদ, বিপ্লব চন্দ্র, নুসরাত শারমিন, তামান্না তমা, মোস্তাফিজুর রহমান, বিনয় কুমার, রাবিবুল হাসান, মীর ফয়সাল, রুহুল আমিন, মাহবুবুল আলম সবুজ,
মেহেদী হাসান, সোহাগ হোসেন, শোয়াইবুর রহমানসহ আরো অনেকে।
নাটকটি উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ
জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, আবু সাইদ, পৌর মেয়র নাদের বখত, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাজী নুরুল মোমেন প্রমুখ।
Related News

নিউইয়র্কে‘সুবর্ণজয়ন্তি বাংলাদেশ কনসার্ট’ স্করপিয়ন্সের সঙ্গে মাতালো চিরকুট
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬ মে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধেরRead More

সুনামগঞ্জে মঞ্চ নাটক‘ অভিশপ্ত আগষ্ট ’ মঞ্চায়িত
মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ : সুনামগঞ্জে পুলিশ নাট্যদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ অভিশপ্ত আগষ্ট ’Read More