সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি খোকনের সন্তান’র ইন্তেকাল

আর কে আকাশ, পাবনা :
সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সন্তান ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম
বকুলের ভাতিজা ফাইয়াজ মুন্তাসির দালিফ বুধবার রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বাদ যোহর পাবনা জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পাবনা আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। ফাইয়াজ
মুন্তাসির দালিফ পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন।

দালিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম
ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা সদর উপজেলা মহিলা
ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা বিএনপির নূর মোহাম্মদ মাসুম বগা,
দৈনিক খবর বাংলার সম্পাদক ডা: আব্দুস সালাম, দৈনিক পাবনার চেতনার প্রকাশক
শাহনারা আজিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক দেওয়ান
মাযহার, সাবেক সাধারণ সম্পাদক আ.না.মা হাই আল হাদী, যুগ্ম সম্পাদক
আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মঙ্গল, অর্থ সম্পাদক মীর
ফজলুল করিম বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব ভৌমিক, প্রচার ও প্রকাশনা
সম্পাদক আর কে আকাশ, দপ্তর ও যোগাযোগ সম্পাদক বাসুদেব বিশ্বাস,
কার্যনির্বাহী সদস্য মো. আবুল কাশেম, বদরুন নাহার, শামীম রায়হান চন্দন, উত্তরণ
সাহিত্য আসরের সভাপতি আলমগীর কবীর হৃদয়, পথ সাহিত্য সংসদের আসাদুল ইসলাম
শফিক, আয়না সাংস্কৃতিক গোষ্ঠীর মুরাদ পারভেজ, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির
ইসলাম, আরএস মিডিয়ার পরিচালক আল-মামুন রিমন প্রমূখ।

তারা মরহুমের শোক-সন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম
দয়ালু আল্লাহ্; তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
আর কে আকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *