সুনামগঞ্জে ট্রাক্টরের নিচে পৃষ্ট হয়ে ২ জনের মর্মান্তিক মূত্যু

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ :
সুনামগঞ্জে অবৈধ টাক্টরের নিচে পৃষ্ট হয়ে সিএনজি চালকসহ ২জনের মর্মান্তিক মূত্যু হয়েছে বলে
খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি
ইউনিয়নের উমরপুর গ্রামের সিএনজি চালিতো অটোরিক্সা চালক শুভ মিয়া (২৫) ও
এজেলার জগন্নাথপুর উপজেলার এরালিয়া গ্রামের যাত্রী আমির হোসেন (৫০)।

আজ রবিবার (২ জানুয়ারী) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ২জনের লাশ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এর আগে সকাল অনুমান ৮টায় সুনামগঞ্জ-
সিলেট আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ বাজার সংলগ্ন
এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার
সৈয়দপুর এলাকা থেকে সিএনজি চালিতো অটোরিক্সা ভাড়া নিয়ে যাত্রী আমির
হোসেন তার নিজবাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আসার সময় রানীগঞ্জ
ফেরিঘাটে যাওয়ার পথে আলীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি অবৈধ ট্রাক্টর
চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়।

ওই সময় সিএনজির ভিতরে
থাকা চালক শুভ মিয়া ও যাত্রী আমির হোসেন ঘটনাস্থলে মারা যায়। এঘটনার পরপর
অবৈধ ট্রাক্টরটি রেখে ঘাতক চালক পালিয়ে যায়। পরে এলাকার লোকজন থানায় খবর
দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ২জনের লাশ উদ্ধার করে এবং অবৈধ ট্রাক্টরটি জব্দ করে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী
সাংবাদিকদের বলেন- মর্মান্তিক এই দূর্ঘটনার জন্য দাবী ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আর ঘটনাস্থল থেকে চালক ও যাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *