মোশারফ হোসেন, রামগড়:
খাগড়াছড়ির রামগড় সদর ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহ আলম মজুমদার, তিনি এবার সহ ৩য় বার রামগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
রবিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় ৭-৩০ টার দিকে রামগড় উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস ভোটের ফল ঘোষণা করেন, ঘোষিত ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ আলম মজুমদার নৌকা প্রতিকে পেয়েছে ৫ হাজার ৭১৩ ভোট, আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী করিমুল হক মজুমদার আনারস প্রতিকে পেয়েছে ২ হাজার ৪৯০ ভোট।
এদিকে নয়টি সাধারণ ওয়ার্ডে নতুনরাই মেম্বার নির্বাচিত হয়েছে, ১ নং সাধারণ ওয়ার্ডে চাথৈয়াই মারমা ২ নংএ মোংবা মারমা ৩ নং এ রাপ্রুচাই মারমা ৪ নংএ ধনঞ্জয় ত্রিপুরা ৫ নংএ মোঃ শাহজাহান ৬ নংএ মোঃ ইসমাইল ৭ নংএ মোঃ সালাউদ্দিন ৮ নংএ মোঃ হানিফ এবং ৯ নংএ মোঃ সামছুল হক । এছাড়া সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার চাইওয়া মারমা ৪,৫,৬ নং ওয়ার্ডে আয়েশানুর মুক্তা ৭,৮,৯ নং ওয়ার্ডে জাহেদা আক্তার নির্বাচিত হয়েছে।