ষ্টাফ রিপোর্ট:
হাওরাঞ্চলের চিহ্নিত ইয়াবা ডিলার মুজিবুর রহমান ওরফে পুইট্যা (বাট্টি) মুজিবের সহযোগি আমির হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার তাকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাতকুড়া গ্রাম থেকে থানা পুলিশ গ্রেফতার করেন।
গ্রেফতার আমির জেলার মধ্যনগর উপজেলার পাশর্^বর্তী তাহিরপুরের লামাগাঁও গ্রামের আলীম উদ্দিনের ছেলে।
শনিবার রাতে মধ্যনগর থানার ওসি নির্মল দেব এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়,তাহিরপুর-মধ্যনগর দুই উপজেলার হাওরাঞ্চলের চিহ্নিত ইয়াবা ডিলার একাধিক মাদক মামলার পলাতক আসামি মধ্যনগরের রৌহা গ্রামের মুজিবুর রহমান ওরফে পুইট্যা (বাট্টি) মুজিব ও তার সহযোগি তাহিরপুরের লামাগাঁও’র আমির হোসেন তাদের আরো কয়েক সহযোগি পাতকুড়া গ্রামে ইয়াবার চালান বিক্রয়ের জন্য নিয়ে আসার খবর পেয়ে শনিবার অভিযানে নামে পুলিশ।
এরপর বিপুল পরিমাণ ইয়াবাসহ আমিরকে গ্রেফতার করে মধ্যনগর থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার কালে পুইট্যা মুজিব ও তার আরো কয়েকজন ইয়াবা কারবারী কৌশলে পালিয়ে যায়।