মোশারফ হোসেন, রামগড়,খাগড়াছড়ি :
রামগড় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাস মুক্ত রাখতে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রামগড় পৌরসভার কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।
, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো.রফিকুল আলম কামাল, কাউন্সিলর মো.আহসান উল্যাহ ও কাউন্সিলর কনিকা বড়ুয়া।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী সহ তাঁদের অভিভাবক ও স্বাস্থ্যকর্মী, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।টিকা নিয়ে এক শিক্ষার্থী বলেন, টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত মনে করছি। আমার সহপাঠীরা টিকা নিচ্ছে।এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন বলেন, রামগড় উপজেলার স্কুল,কলেজ, মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের করোনা টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
পর্যাক্রমে উপজেলার সব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। প্রথম দাপে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩,২৮৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।