ঝালকাঠি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার ভোরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। পরে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঝালকাঠি প্রেসক্লাব,ঝালকাঠি টেরিভিশন সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
এর পর সকাল সাড়ে ৮টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন এবং সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।