ফেনী প্রতিনিধি : ফেনীতে সাঁড়াসি অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা।
আদালত সূত্র জানায়, ওই দিন দুপুরে ঢাকা-চট্টগাম মহাসড়কে ট্রাকে অনুনোমদিত বাম্পার লাগানোর দায়ে ৮টি ট্রাক জব্দ ও সাদ্দাম হোসেন নামে এন চালককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সার্কিট হাউজ রোড এলাকায় বিস্কুটের গায়ে অতিরিক্ত মেয়াদের লেভেল লাগানোর দায়ে আলিফ ফুড প্রোডাক্টের ম্যানেজার মো. শরীফকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে শহরের মহিপাল এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে ১৮টি সিএনজি চালিত অটোরিক্সা ও ইমা গাড়ী জব্দ করে। পরবর্তীতের কাগজপত্র দেখে জরিমানা করা হয়। এছাড়াও তিনি পথচারীদের চলাচলে বাধাঁ সৃষ্টি না করে মহিপাল এলাকায় রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহেল রানা বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।