কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরে আতাউর রহমান আতা নামে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আতা মাস্টার সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম খামার গ্রামের মৃত জহুরুল হক এর ছেলে।
মাদক ব্যবসায়ী আতাউর রহমান ওরফে আতা মাস্টারের বিরুদ্ধে লালমনিরহাট ও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রয়েছে।
দীর্ঘদিন যাবৎ হাজিরা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত।
তবে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে আতাউর রহমান ওরফে আতা মাস্টার দীর্ঘদিন ধরে কোচিং ও টিউশনির শিক্ষকতার পাশাপাশি তরুণ যুব সমাজদের মধ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলো। তার আয়ের উৎস নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের জন্ম নিয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, আতাউর রহমান ওরফে আতা মাস্টারের নামে লালমনিরহাট ও কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায়, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়েছে।