ফেনী প্রতিনিধি :
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারি প্রতিষ্ঠান এডাব’র ফেনী জেলা কমিটির বার্ষিক সাধারন সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ক্রাউনওয়েষ্ট রেষ্টুরেন্টে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন এডাব’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আনিসুল হক।
সংস্থার ফেনী জেলা শাখার সভাপতি রোকেয়া ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য দেন, এফএইচডিএফ’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম নান্টু, ফেনী পৌরসভার প্যানেল মেয়র মঞ্জু রানী দেবী, সাংবাদিক সৈয়দ মনির, ফেয়ার’র নির্বাহী পরিচালক কাজী নোমান, আরমান ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন আরমান প্রমূখ।
দ্বিতীয় পর্বে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ফেয়ার’র নির্বাহী পরিচালক কাজী নোমান সভাপতি, যুব অংগণ’র নির্বাহী পরিচালক জহির উদ্দিন সহ সভাপতি ও নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম নান্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সদস্য হয়েছেন একতা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রোকেয়া ইসলাম, আলোকিত ইয়ুথ সোসাইটির নির্বাহী সচিব ছিদ্দিক আল মামুন, সাহাপুর দুস্থ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক ফরিদা ইয়াসমিন ও স্বপ্ন উন্নয়ন সংস্থার সহ সচিব লিয়াকত হোসেন মজুমদার ।
তিন বছর মেয়াদে উক্ত নবনির্বাচিত কমিটি ২০২২-২৪ পর্যন্ত সংস্থার দায়ীত্ব পালন করবেন।