সোনাগাজীর চর ছান্দিয়ায় বিএনপির নির্বাচনি পথসভা ও সওদাগর হাটে গনসংযোগ

সোনাগাজী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী  উপজেলার  চরচান্দিয়া  ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া  সরকারি  প্রাথমিক  বিদ্যালয়  মাঠে , প্রথম নিবার্চনী  মতবিনিময় ও গনসংযোগ  করেন বিএনপি মনোনিত  প্রার্থী  আকবর হোসেন।

সোমবার বিকাল অনুৃষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ গিয়াস উদ্দিন।

উপস্থিত  ছিলেন , উপজেলা বিএনপি সাধারন সম্পাদক  জামাল উদ্দিন সেন্টু ,  পৌর বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন গঠন, শ্রমীক দল সভাপতি মঞ্জুর হোসেন বাবর, ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ- প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *