রামগড়ে সামাজিক দূরত্ব তৈরীতে যুব রেড ক্রিসেন্টের বৃত্ত তৈরি কার্যক্রম | বাংলারদর্পন

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে রবিবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা ইউনিটের আয়োজনে রামগড়ের ফার্মেসী ও মুদি দোকানে উপজেলা ইউনিটের যুব প্রধান আবছার হোসেন এর নেতৃত্বে দূরত্ব বৃত্ত তৈরি কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

এসময় তারা রামগড় বাজার, সিনেমা হল বাজার, সৌনাইপুল বাজারে কার্যক্রম  এ কার্যক্রম পরিচালিত হয় একি সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না আসাতে প্রচারণা সহ করোনা ভাইরাস প্রতিকারে জনসচেতনতা মূলক প্রচার-প্ররণা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চের উপদেষ্ঠা করিম শাহ সহ রামগড় উপজেলা ইউনিটের যুব সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *