সোনাগাজীতে প্রেমের প্রলোভনে ধর্ষন : গ্রেফতার ২

সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভীকারী গ্রামে প্রেমের প্রলোভনে যুবতীকে ধর্ষনের ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, রোববার রাতে চট্টগ্রাম থেকে বাড়ী ফেরার পথে ডাকবাংলা স্ট্যান্ড থেকে ওই যুবতীর পিছু নেয় কথিত প্রেমিক সোহেল ও তার দুই সহযোগী শেখ ফরিদ এবং এরশাদুর রহমান।  তারা সিএনজি যোগে তাকে চর সাহাভীকারী গ্রামের হিন্দু পল্লীর  একটি বাড়ীর জঙ্গলে হাত পা বেঁধে ৩ জন পালাক্রমে ধর্ষন করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযান চালিয়ে মধ্যম চর ছান্দিয়া গ্রামের সওদাগর বাড়ীর রেজাউল হকের ছেলে শেখ ফরিদ ও চর সাহাভীকারী গ্রামের জহির অাহম্মদের ছেলে এরশাদুর রহমান(২২)কে  গ্রেফতার করা হয়। সোহেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদনা/ সৈয়দ মনির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *