জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহ র্যাব-৬ ও ডিবি পুলিশের পৃথক অভিযোনে গাঁজাসহ দুইজন আটক হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ ও কালীগঞ্জের নিমতলা এলাকা থেকে র্যাব তাদের আটক করে।
ঝিনাইদহ পুলিশ সুপারের দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা
গ্রামের আয়নাল হোসেনের ছেলে আবুল হোসেন ১০ কেজি গাঁজা নিয়ে আসছিল।
গোপন সুত্রে খবর পেয়ে ডিবি পুলিশ বানিয়াকান্দর গ্রাম থেকে আবুল হোসেনকে আটক করে। এদিকে র্যাব সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে তারা কালীগঞ্জ উপজেলা শহরের নিমতলা বাসষ্ট্যান্ডে অভিযান চালায়।
এ সময় মেসার্স সাগর ট্রেডার্সের সামনে থেকে কালীগঞ্জের শাহপুর গ্রামের হানেফ আলী শেখের ছেলে কামাল শেখকে আড়াই’শ গ্রাম গাঁজাসহ আটক করে।