শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা এবং ৫% ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় পৃৃথক দু’টি শিক্ষা সংগঠন শিক্ষা মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটি ও সাতক্ষীরায় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শিক্ষা মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটি সাতক্ষীরার ব্যানারে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক আলোচনাসভায় জননেত্রী শেখ হাসিনার এ মহতী উদ্যাগকে স্বাগত জানিয়ে বক্তব্যে রাখেন, সদর উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটির আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব বিএম শামছুল হক, আব্দুল লতিফ, মিজানুর রহমান, আব্দুল জবার, আমিনুর রহমান, ইদুজ্জামান ইদ্রিস, আব্দুল্লাহ, মনোরঞ্জন কর্মকার, মাগফুর রহমান, আবুল কালাম, অরুপ কুমার সাহা, কামাল হাসান প্রমুখ।
অপরদিকে সাতক্ষীরা স্বাধীনতা শিক্ষক পরিষদও অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ শোভাযাত্রা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা স্বাশিপর আয়োজনে রবিবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাক পার্ক গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলাচনাসভায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন। সাতক্ষীরা জেলা স্বাশিপর সভাপতি প্রভাষক সুশান্ত এর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সদর সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ও দেবহাটা সভাপতি আব্দুল আজিজ, আশাশুনী সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তালা সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন, মোঃ জাফরুল্লাহ, মোঃ আওছাফুর রহমান, সালহা আক্তার, আব্দুল্লাহ আল মামুনসহ জেলার সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও জেলার সর্বস্তরের শিক্ষক-কর্মচারীবৃন্দ। বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবন্ধব সরকার। তিনি শিক্ষকদের জন্য যে মহতী উদ্যাগ গ্রহণ করেছেন তা শিক্ষক সমাজ চিরস্মরণীয় হয়ে থাকবে।