সুমন মালাকার, কােটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কােটচাঁদপুরে পৌর শাখার ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আতিয়ার গাজী আনুষ্ঠানিক ভাবে আ.লীগে যােগদান করেছেন।
শনিবার সন্ধ্যায় স্থানীয় কােটচাঁদপুর পৌর যুবলীগ কার্যালয়ে স্থানীয় আ.লীগ নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তিনি আ.লীগে যােগদান করেন।
এ সময় আ.লীগের পক্ষ থেকে তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়া হয়।