দেড় বছর পর খুললো নোবিপ্রবির আবাসিক হল

নোয়াখালী প্রতিনিধি :
করোনা সংক্রমণ কমে আসায় দীর্ঘ দেড় বছর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে।

রোববার (৩১ অক্টেবার) দুপুরে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো.দিদার-উল-আলমের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়।

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘করোনা সংক্রমণ কমে আসায় আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হলো, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আজ হলে প্রবেশ করবে। এক্ষেত্রে অবশ্যই ডিসিপ্লিন মেনে শিক্ষার্থীদের চলাফেরা করতে হবে।’ এসময় হল খোলার পরে শিক্ষার্থীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করেন মাননীয় উপাচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি ড. মোঃ আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক জনাব মোঃ মাজনুর রহমান, আইআইএস এর পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মো.মেহেদী হাসান রুবেলসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছেনে তাদের টিকা কার্ড ও হলের পরিচয়পত্র দেখে হলে প্রবেশ করতে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *