চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় যুবককে অপহরন ‘ এক লক্ষ বিশ হাজার টাকা লুট

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে অপহরন করে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা লুট ও সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে ।

২৬ অক্টোবর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজারে এ ঘটনা ঘটে ।

অপহরন , টাকা লুট ও সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয়ার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. সোলেমান (৩৩) ।

সোলেমান চৌদ্দগ্রামের বুধড়া গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে ও একটি ই কমার্স কোম্পানীতে কর্মরত আছেন ।

অভিযোগ সুত্রে জানা যায় , সোলেমান প্রিয়জন ই কমার্স লিঃ এ কর্মরত থাকাকালীন চৌদ্দগ্রামের সোনাকাটিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইউছুফ সুমন (৩০) প্রায় দেড় লক্ষ টাকার নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করেছিলেন । নানান অযুহাতে দীর্ঘদিন এই পাওনা টাকা পরিশোধ না করে উল্টো সোলেমানকে হুমকি দিয়েছে সুমন ।

সর্বশেষ গত ২৬ অক্টোবর সন্ধায় পাওনা টাকা চাওয়ায় চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে সোলেমানকে অপহরন করে সুমন ও তার সহযোগীরা ।

এসময় সোলেমানের কাছে থাকা এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তিনটি সাদা স্ট্যাম্পে সাক্ষর নেয় সুমন ও তার সহযোগীরা ।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সোলেমান বাদি হয়ে সুমন ও তার সহযোগীদের নামে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার পর থেকে মোবাইল বন্ধ থাকায় সুমনের বক্তব্য পাওয়া যায়নি ।

চৌদ্দগ্রাম থানার এএসআই নজরুল ইসলাম জানান. তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *