মানিকগঞ্জ পাসপোর্ট অফিস ও হাসপাতালে অভিযান : ১৬ দালাল কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জে পাসপোর্ট অফিস ও হাসপাতালে অভিযান চালিয়ে দালালীর অভিযোগে বিভিন্ন মেয়াদে দালাল চক্রের ১৬ সদস্যকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বোরবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জুবায়ের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই কারাদন্ড প্রদান করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় সাতজনকে ছেড়ে দেয়া হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, মো.রাশেদুল ইসলাম (৩৫), মো.রায়হান মিয়া (৩৫), মো.আরিফ হোসেন (৩৪), মো.শাওন (২৪), মেহেদী হাসান (২৮), রাসেল মিয়া (৩৮), মো.শাহজাহান (৪৫), মো. সম্রাট (৩০), ইলিয়াস হোসেন (৪০), আয়নাল মিয়া (৪০), নাসির হোসেন (৩৫), নরেশ চন্দ্র শীল (৩০) রায়হান উদ্দিন (৪০), মনির হোসেন (৩০), জবেদা বেগম (৪০) ও রাশেদা বেগম (৪০)। এদের সকলের বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায়।

মানিকগঞ্জ অঞ্চলের র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল থেকে দুপুর দুইটা পর্যান্ত মানিকগঞ্জের আঞ্চলিক পাসর্পোট অফিসে ও দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালালসহ ২৩ জনকে আটক করা হয়।

এর মধ্যে ১৬ জন নারী ও পুরুষ। অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  সাতজনকে দশ দিন এবং নয়জনকে সাত দিন করে কারাদন্ড দেয়া হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।

সরকারি প্রতিষ্ঠানগুলো দালালমুক্ত রাখতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *