কোয়ারিতে কয়লা উক্তোলন করতে গিয়ে সুনামগঞ্জে কিশোর নিহত

সুনামগঞ্জ রিপোর্টার::
কোয়ারিতে কয়লা উক্তোলন করতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে জুনাইদ মিয়া নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার ভোরে বিসিআইসির সুনামগঞ্জের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বড়ছড়া সংলগ্ন ভাঙ্গার ঘাট চুনাপাথরের পতিত কোয়ারি পড়ে ওই কিশোর নিহত হন।

নিহত কিশোর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বুরুঙ্গা ছড়ার মজলিস মিয়ার ছেলে।

বুধবার নিহত কিশোরের পিতা মজলিস মিয়া জানান,বুধবার ভোররাতে বিসিআইসির টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের বড়ছড়া ভাঙ্গার ঘাট চুনাপাথরের পতিত কোয়ারিতে নারী পুরুষ, কিশোর, কিশোরী সহ অন্যদের সাথে কয়লা উক্তোলন করতে যান কিশোর জুনাইদ।

কয়লা উক্তোলনের এক পর্যায়ে কোয়ারির উপরে থাকা চুনাপাথর খন্ড (বড় চুনাপাথর খন্ড) ছিটকে তার উপর ছিটকে পড়েলে সে গুরুতর আহত হয়ে কোয়ারিতেই অকাল মৃত্যু বরণ করে।

বুধবার দুপুরে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জম্মত আলী কয়লা উক্তোলন করতে গিয়ে কোয়ারিতে ওই কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *