নাঈম তালুকদার :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন বিশিষ্ট সাংবাদিক মরহুম সালেহ চৌধুরীর পুত্র দিরাই উপজেলার গচিয়া চৌধুরীর বাড়ীর কৃত্বিসন্তান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য তরুন রাজনীতিবীদ ইয়ামীন আজমান চৌধূরী । তিনি সুনামগঞ্জ ০২- (দিরাই -শাল্লা ) আসন থেকে নৌকা প্রতিকে নির্বাচন করতে চান।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে ফরম সংগ্রহ করেন এই তরুন রাজনীতিবীদ । এসময় তিনি সাংবাদিকদের জানান, ‘মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ করে সুনামগঞ্জ ০২- ( দিরাই -শাল্লা ) আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’