মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে মাদকাসক্ত এক যুবক গাছের মগডালে উঠে আত্নহত্যা করেছে। তার নাম আরিফুল ইসলাম (২৭)। সে উপজেলার হিঙ্গুলী
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের শফি মোল্লা বাড়ির আবুল কাসেমের বড় ছেলে। সোমবার (১৮ অক্টোবর) সকাল সাতটার
দিকে এই ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলামের পিতা আবুল কাসেম জানান, দীর্ঘদিন যাবৎ তার বড় ছেলে আরিফ মাদকাসক্ত ছিল। সবসময় নেশার টাকার জন্য ঘরের মধ্যে অস্বাভাবিক আচরণ করতো। তার যন্ত্রণায় পরিবারের সবাই অতিষ্ট হয়ে গেছে।

রবিবার জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলাম কিন্তু থানা পুলিশ আমাকে বুঝিয়ে বলে তাকে আরও বেশি করে যত্ন নিতে এবং বুঝাতে। তাই অভিযোগ দায়ের করেননি।

সোমবার সকালে সবার অগোচরে বাড়ির অদূরে হিঙ্গুলী খালের পাশের একটি বাগানে ৩৫ ফুট উপরে উঠে সেগুন গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত আরিফুল ইসলামের স্ত্রী আমেনা বেগম বলেন, তিন বছর আগে আমাদের বিয়ে হয় এবং ১৫ মাস বয়সী আশরাফুল ইসলাম জাহিদ নামে
পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী গাড়ি চালাতো তবে একদিন কাজ করে কয়েকদিন ঘরে থাকতো এবং নেশার টাকার জন্য ঘরের মধ্যে অস্বাভাবিক আচরণ করতো সেইসাথে আমাকেও মাঝে মাঝে মারধর করতো। তাই আমি রবিবার দুপুরে বাবার বাড়িতে চলে যাই। সোমবার সকালে তার আত্মহত্যার খবর পেয়ে ছুটে আসি।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ৩৫ ফুট উপরে সেগুন গাছের মগডালে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগলো অবস্থা থেকে আরিফুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *