ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ।
আজ সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন , ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী । তিনি দুর্নীতি মুক্ত থাকার জন্য জেলা পরিষদ সদস্যদের অনুরোধ জানান।
এতে সম্মানীত অতিথি ছিলেন ফেনী -৩ আসনের সংসদ সদস্য জেনারেল(অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী । তিনি বলেন , শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি সকলের কথা ভাবেন ।
জেলা পরিষদের প্রধান নির্বাহি আবু দাউদ মো. গোলাম মোস্তফা সভাপতিত্বে ও সদস্য নুরুল আবছার আপনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন , ফেনীর পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি , দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবির প্রমুখ ।