মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ :
সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের নাম- ছাদিকুর রহমান (৩০)।
সে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে। আজ রবিবার (১০ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে- একই গ্রামের লন্ডন প্রবাসী হাফিজ আজিজুর রহমান ও জিয়াউর রহমানের বিরুদ্ধে তাদেরই প্রতিবেশী ছাদিকুর রহমান ফেসবুকে অপপ্রচার করার ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।
সেই মামলায় পুলিশ ছাদিকুর রহমানকে গ্রেফতার করে রবিবার (১০অক্টোবর) দুপুরে আদালতে মাধ্যমে কারাঘারে পাঠায়।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।