মিরসরাইয়ে নৈশপ্রহরী খুন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে একটি স’মিলে দায়িত্বরত নৈশপ্রহরী খুন হয়েছে। তার
নাম নুরুল আমিন (৫৫)। নিহত নুরুল আমিন ওয়াহেদপুর ইউনিয়নের
বড়কমলদহ এলাকার দলিলুর রহমানের বাড়ির মৃত আহম্মেদুর রহমানের ছেলে।

শুক্রবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ কমরআলী রাস্তার
পাশে ছোটন চৌধুরীর স’মিলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রবিবার (২
অক্টোবর) সকাল ১১ টায় ঘটনাস্থল থেকে হাত পা বাঁধা অবস্থায় ওই নৈশ
প্রহরীর লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বড়কমলদহ এলাকায় অবস্থিত ছোটন
চৌধুরীর মালিকানাধীন স’মিলের পানির মোটর, ৩ টি ট্রান্সফর্মারের
কয়েল চুরি করার সময় নৈশপ্রহরী নুরুল আমিন বাঁধা দেওয়ার চেষ্টা করে।
এসময় তাকে তারা হাত পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা
করে চলে যায়। রবিবার সকালে তাঁর লাশ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে
পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে
আসে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, এলাকায়
নুরুল আমিনের সাথে কারো ঝামেলা বা শত্রুতা নেই। প্রাথমিক তদন্তে
ও এলাকাবাসীর সাথে কথা বলে যুতটুকু ধারণা করছি স’মিলে চুরি
করতে আসা চোরের দলকে চিনে ফেলায় হাত পা বেঁধে পিটিয়ে খুন
করতে পারে।

সুরতহালে তাঁর মাথায়, পায়ে ও কানে আঘাতের চিহ্ন দেখা
গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে (চমেক) প্রেরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *