দর্পণ ডেস্ক :
কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গাদের নেতা মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। তিন দেশের রাষ্ট্রদূতই টুইটারে মুহিব্বুল্লাহ খুনীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, রোহিঙ্গাদের একজন সাহসী চ্যাম্পিয়ন মোহাম্মদ মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডে আমরা শোকাহত ও বিচলিত। আশা করছি এর সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডে মর্মাহত ও শোকাহত।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ভেন লিউইন বলেন, রোহিঙ্গা নেতা ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মর্মাহত ও ব্যথিত। আশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।