কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৭ সেপ্টেম্বর সকাল ১০:০০ টায় জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুলস (জেমস) মডিউল দ্বিতীয়বর্ষ শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যন গোলাম রবব্বানী সরকার ।
উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সরকার লাকু, উপজেলা সমন্বয়কারি ঝরনা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব সরকার লিটু, ফুলবাড়ী প্রেস ক্লাবের প্রতিনিধি বাবুল মিয়া, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ৪ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।