ফেনী প্রতিনিধি
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লেমুয়া অংশের হাফেজিয়া আলম ব্রিকসে ডাকাতির ঘটনা ঘটেছে । রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ ডাকাতদল বিদ্যুতের তার কেটে অফিসের মালামাল ও নগদ টাকা লুট করে নেয়।
এতে বাধাদিলে দারোয়ানসহ তিনজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ডাকাতদল। গুরুতর আহত দারোয়ান কামাল উদ্দিনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করানো হয় । অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
অপরদিকে লেমুয়া দক্ষিন চাঁন্দপুর গ্রামে রাতে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় আজাদ(২৮) নামে এক যুবককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ।
তার আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। সে ঐ এলাকার আবদুল ভূঞাবাড়ির নুরুল হকের ছেলে।
বাংলারদর্পণ