ফেনী প্রতিনিধি :
ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আবদুর রহমান বিকম এর স্মরণে ফেনী জেলা আওয়ামীলীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগষ্ট (সোমবার) সকালে ফেনী পৌরসভার লিবার্টি সুপার মার্কেটস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মরহুম আলহাজ্ব আবদুর রহমান বিকম সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানী মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ কে শহীদ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম সুরমা,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইফতেখার ইসলাম,
আরো উপস্থিত ছিলেন জেলা আ.লীগের আইন সম্পাদক এডভোকেট শাহজাহান সাজু,প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম ,সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন,পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম,জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন,জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি,জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ প্রমুখ।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ। এর আগে সকালে মরহুমের স্মরণে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।