মো. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযাদ্ধা মাে. নুরুল ইসলামের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন ক্ষতিগ্রস্তদের ৬ দফা দাবী বাস্তবায়ন করার জন্য দাবীসমুহ উপস্থাপন করেন।
এর মধ্যে খনি কতৃপক্ষের সমঝাতা চুক্তি মােতাবেক ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবার হতে চাকুরী দেওয়া কথা থাকলেও গত ৫ বছরেও তা দেওয়া হয়নি। দ্রুত ক্ষতি গ্রস্থ¯দের চাকুরী দিতে হবে,ক্ষতিগ্রস্ত¯ এলাকার ১০টি গ্রামের বাড়িঘর ফাটল,কাঁপুনি, ঝুঁকিপুর্ন ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে তাদেরকে দ্রুত পুন:বাসন করতে হবে, ক্ষতিগ্রস্ত¯ এলাকার ভুমিহীন প্রতিটি পরিবারকে ১৫লক্ষ টাকা দিতে হবে এবং উন্নত মানের বাসস্থান তৈরি করে দিতে হবে, ক্ষতি গ্রস্ত¯দের অবশিষ্ঠ ক্ষতি পুরনের টাকা দিতে হবে, ক্ষতি গ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতি গ্রস্ত¯দের মসজিদ,মন্দির,¯স্কুল কলেজ ও হাসপাতাল তৈরি করে দিতে হবে, ক্ষতি গ্রস্ত¯দের যাদের জমি থেকে কয়লা উত্তােলন করা হচ্ছে তাদেরকে কয়লার উৎপাদন বােনাস ৫% দিতে হবে।
গত ১০ এপ্রিল ৯নং হামিদপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত¯ এলাকার বৌগ্রাম বাজার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় ক্ষতি গ্রস্ত¯দের আন্দোলন বেগবান করার লক্ষে ও দাবি আদায়ের জন্য সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব মাে. আবু সাঈদ, কােষাদক্ষ্য মাে. ছাকায়াদ হোসেনসহ কমিটির অন্যতম সদস্য মাে. আসাদুজ্জান আসাদ প্রমুখ।