সৈয়দ মনির অাহমদ >>> ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের অংশে সাহেবের ঘাট নামক স্থানে ছোট ফেনী নদী উপর নির্মাধিন সেতু সংলগ্নে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর নাম ভাঙ্গীয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে প্রায় শতকোটি ব্যায়ে নির্মাধিন সোনাগাজী -কোম্পানীগঞ্জ সেতু।
বহু প্রতিক্ষিত সোনাপুর -সোনাগাজী -জোরারগঞ্জ সড়কটির নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে সড়কটির নির্মান কাজ প্রায় ৫০% সম্পন্ন হয়েছে। ওই সড়কে সোনাগাজী -কোম্পানীগঞ্জ সংযোগ স্থলে ছোট ফেনী নদীর উপর সেতুটি নির্মান হচ্ছে।
মঙ্গলবার সরজমিনে জানা যায়, নির্মানাধিন সেতুর পার্শ্বে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিন চৌধুরী ৩টি, একই ইউনিয়নের ভুট্টু মেম্বার ৪টি, যুবলীগ নেতা নুর উদ্দিন ভোলা ১টি ও চর দরবেশ ইউনিয়নের নাড়ু মেম্বার ১টি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

স্থানীয়রা বাংলার দর্পন ডটকম কে জানান, বালু উত্তোলনে সরকারী কোন অনুমতি বা ইজারা নেই। ওই নেতারা স্থানীয় সংসদ সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম ভাঙ্গীয়ে নিয়মিত বালু উত্তোলন করছেন। ওই বালু কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করছে। স্থানীয়রা অারো জানান, বালু উত্তোলনের কারনে নির্মাধিন সেতু হুমকির মুখে, যেকোন মুহুর্তে সেতুটি নদীগর্ভে তলিয়ে যেতে পারে। উল্লেখ্য, নদী থেকে বালু উত্তোলন ও অব্যাবস্থাপনার কারনে ইতিপুর্বে কাজীর হাট স্লুইজ গেইটটি ২০০১ সালে নদীগর্ভে বিলিন হয়ে যায়।
বালু উত্তোলনের খবর শুনে ফেনী-৩ অাসনের সংসদ সদস্য অালহাজ্ব রহিম উল্যাহ সরেজমিনে পরিদর্শন করেন এবং বালু উত্তোলন না করার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন। কিন্তু তাঁর নির্দেশনা উপেক্ষা করে সেতুমন্ত্রীর নাম ভাঙ্গীয়ে অব্যহতভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয়রা উর্ধ্বতন কতৃপক্ষের অাশু হস্তক্ষেপ কামনা করছেন।