বাংলার দর্পন ডেস্কঃ ২৫ নভেম্বর১৬।
ইসরাইলের তৃতীয় বৃহৎ শহর হাইফায় আগুন লাগার ঘটনায় প্রায় ৮০ হাজার মানুষ শহর ছেড়ে পালাচ্ছে।
টানা দুই মাসের খরা চলার পর এ আগুন লাগে এবং তীব্র বাতাসের কারণে হাইফার উত্তরে এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
এই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হওয়ার আশঙ্কায় রয়েছে জেরুজালেম ও পশ্চিম তীরের ঘরবাড়ি।
একে সংবাদ মাধ্যম দাবানল বললেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। যদি প্রমাণ পাওয়া যায় তবে তা হবে সন্ত্রাসী তৎপরতা।
শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন নিয়ন্ত্রণে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা।
সুত্র- বিবিসি
ইসরাইলে দাবানলে প্রায় লক্ষাধিক মানুষ ঘরছাড়া
