বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিবেন দাউদকান্দির সার্কেল এএসপি

দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি
করোনার দ্বিতীয় ঢেউয়ে কুমিল্লার দাউদকান্দিতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে রোগীর স্বজনের হাহাকার।

এমন দুর্যোগময় মুহুর্তে দাউদকান্দিসহ আশপাশের উপজেলায় করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিতে “দাউদকান্দি সার্কেল অক্সিজেন ব্যাংক” সেবার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গৌরীপুরে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফুল ইসলাম শোভন।

তিনি বলেন, কোভিট-১৯ করোনা সংক্রমণের বিধ্বংসী ছোবলে যখন সারাবিশ্বসহ গোটা দেশ আজ স্থবির। মৃত্যুর সারি দীর্ঘায়িত হচ্ছে, করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টে অত্যাবশ্যকীয় উপাদান অক্সিজেন সেবার প্রয়োজন। ঠিক তখনি মানবতার সেবায় জীবন বাঁচানোর সহযোগিতায় সার্কেল অক্সিজেন ব্যাংক বৃহত্তর দাউদকান্দির জন্য মাইলফলক হয়ে থাকবে।

এএসপি জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ২০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা অক্সিজেন ব্যাংক এর যাত্রা শুরু করেছি। গৌরীপুর এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন, সিটি হাসপাতাল (বেসরকারী) এবং মানবিক কিছু লোকজনের সহায়তায় এই অক্সিজেন ব্যাংক পরিচালিত হবে।

একজন অভিজ্ঞ ডাক্তার এর সমন্বয়ে আট জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। তারা হটলাইনে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যাবেন করোনা আক্রান্ত রোগীর কাছে। দিনরাত ২৪ ঘন্টা দাউদকান্দি উপজেলাসহ আশপাশের উপজেলায় এই অক্সিজেন সেবা পৌঁছে দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *