সুমন পাটোয়ারি , দাগনভূঞা :
দাগনভূঁইয়ার হাসান গনিপুরের যুবক আজিম হোসেন শাহাদাতকে নির্মমভাবে হত্যাকারী মিরসরাই পৌরসভার কাউন্সিলর রাজুসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে রবিবার সকালে দাগনভূঁইয়া বাজারের আতাতুর্ক স্কুল মার্কেট চত্ত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান কচি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ ও নিহতের পিতা আবদুল বাতেন ও ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু প্রমুখ।
উল্লেখ্য , শনিবার ভোর রাতে আজিম হোসেন শাহাদাত কে মিরসরাইয়ে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মিরসরাই থানায় হত্যা মামলা করেছেন আজিমের পরিবার । বাংলারদর্পন