বাংলার দর্পন
আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের নীল নদ সংলগ্ন শহর তানতার সেন্ট জর্জ কপটিক গির্জা ও আলেক্সান্দ্রিয়ার আরেকটি গির্জায় কয়েক ঘণ্টার ব্যবধানে বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন। সংবাদ: এপি, বিবিসি।
তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা দুটি ঘটে।
সেন্ট জর্জ কপটিক গির্জায় আজ পাম সানডে উদযাপিত হচ্ছিল। খ্রিষ্টীয় দিনপঞ্জি অনুযায়ী কপটিক খ্রিষ্টানদের কাছে দিবসটি পবিত্র একটি দিন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি এবং বিবিসি জানিয়েছে, এই হামলার ঘটনায় সেন্ট জর্জ কপটিক গির্জায় ২৫ জন নিহত হয়েছেন।
কয়েক ঘণ্টা পর আলেক্সান্দ্রিয়ার অপর একটি গির্জায়ও আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে তিন পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৫ ব্যক্তি আহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, গির্জার ভেতর কাঠের বেঞ্চগুলো ভেঙে ছড়িয়ে ছিটিয়ে আছে। পাশে সাদা দেয়াল রক্তে লাল।
দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল তারেক আতিয়া বলেন, “যখন বেদির কাছে প্রার্থনার জন্য সবাই জড়ো হচ্ছিলেন, তখন সামনের সারির কাছে এ হামলার করা হয়।”
এখন পর্যন্ত এই হামলা দুটির দায় দায়িত্ব কোনো পক্ষই স্বীকার করেনি।
এর আগে গত ডিসেম্বরে কায়রোতে গির্জায় প্রার্থনা চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে ২৯ জন নিহত হন।
পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, খ্রিষ্ট ধর্মাবলম্বী লোকজনের মালিকানাধীন এমন ২০০ বেশি স্থাপনার ওপর হামলা চালায়। এর মধ্যে ৪৩টি গির্জা ভয়ানক ক্ষতিগ্রস্ত হয় আর অন্তত চারজন নিহত হয়।
সাম্প্রতিক সময়ে দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের উপর বেশ কয়েক দফায় বোমা হামলার ঘটনা ঘটেছে।