চকরিয়া (কক্সাবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম (৩০) নিহত ও আরোহী মো. হাসান (২৫) গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার সীমান্তবর্তী চুনতি জাইল্যারঢালা এলাকায় সোমবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নুরুল ইসলাম উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা গ্রামের আবদুল কাদেরের ছেলে। সে পেশায় পাইপ মেস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, নুরুল ইসলাম ও তার সহযোগী হাসান মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে চকরিয়ায় ফিরছিলেন।
মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাইল্যারঢালা এলাকায় পৌছলে কক্সবাজারগামী কাভার্ডভ্যান পেছন দিকে থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় নুরুল ইসলাম। এসময় আহত হয় হাসান।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।