নবীনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার!

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কমপ্লেক্সের ভিতর জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দা থেকে একটি লাশ উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ।

জানা যায়,রোববার রাতে নবীনগর উপজেলা কমপ্লেক্সের ভিতর,জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখতে পেয়ে পাহারাদার।

পাহারাদার তাকে বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে দেখে ওই স্থান থেকে চলে যাওয়ার জন্য বারবার বলছিলেন।
কিন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোরশেদ আলমকে জানানোর পর তিনিও এসেও তাকে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে উঠাতে গিয়ে দেখা যায় লোকটি মরে পরে আছে।

ওই ব্যক্তির মুত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতাকে অবহিত করেন জনস্বাস্থ্য প্রকৌশলী। উপজলো নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দায় এক ব্যক্তির লাশ পরে রয়েছে এই সংবাদ পেয়ে সাথে সাথে বিষয়টি আমি পুলিশকে জানানোর পর তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) নুরে আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পুরুষ ( ৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
আশপাশের লোকজন জানিয়েছেন যে এ লোকটি প্রায় সময়ই এই দিক দিয়ে ঘুরা ফেরা করত।
ধারণা করা হচ্ছে,লোকটি মানসিক রোগী।
সকালে লাশটি উদ্ধার হলেও দুপুরে এই মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম তপন বর্মন,পিতা যুগেন্দ্র বর্মন বাড়ি নবীনগর পূর্ব পাড়া। সে ভবঘুরে ও ভারসাম্যহীন হয়ে পড়েছিল বলে পরিবার সুত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *