জাজিরায় ট্রলার ডুবি, ১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা মাঝির ঘাট থেকে শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে। ট্রলার ডুবির ঘটনায় ১ ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিখোজ রয়েছে ৪ যাত্রী। এঘটনা নিশ্চিত করছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম।

স্থানীয়রা জানায়, জাজিরা মাঝির ঘাট এলাকা থেকে ১৮/২০ জন যাত্রী নিয়ে একটি মাছ ধরার ট্রলার মাওযার শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। কিছুদূও যাওয়ার পর নদীর তীব্র ¯্রােতের তোড়ে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় আব্দুর রহমান আকন নামের এক যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিখোজ রয়েছে ৪ যাত্রী। নৌপুলিশ ও জাজিরা থানা পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিহত আব্দুর রহমান আকনের বাড়ি জাজিরা পৌরসভার আকন কান্দি গ্রামে বলে জানা গেছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূঈয়া জানায়, ঘুর্নিঝর ইয়াসের প্রভাবে, জাজিরা ঘাট থেকে সবধরনের নৌ-যান চলা চল বন্ধ রাখা হয়ে ছিল। বৃহস্প্রতিবার বিকালে কিছু লোক জাজিরার পুর্ব নাওডোবা জিরো পয়েন্ট থেকে জেলে ট্রলারে করে পদ্মা নদী পার হয়ে মাওয়া শিমুলিয়া ঘাটে যাওয়ার চেষ্টা করে।

ট্রলারটি তীর থেকে ছেড়ে পালেরচর এলাকায় মাঝ নদীতে গেলে ঢেউয়ের কবলে পরে ডুবে যায়। খবর পেয়ে জাজিরা নৌ-পুলিশ ও ফায়র সার্ভিসের কর্মিরারা এসে উদ্ধার কাজ শুরু। আব্দুর রহমান আকন্দ (৭০) নামে এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা আরো ৪ জন নিখোজ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *