সোনাগাজীতে অস্ত্রসহ তিন ছিনতাইকারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ চিহ্নিত তিন ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, চর গনেশ গ্রামের নিজাম উদ্দিন মিল্টনের ছেলে মিরাজ উদ্দিন রিফাত(২২), আবু তাহের’র ছেলে তানভির হোসেন(২২) ও চর ছান্দিয়া গ্রামের মাইন উদ্দিন হকের ছেলে মারুফ আহম্মদ প্রিতম(২৩)।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানায়, শুক্রবার রাতে পৌর শহরের শেখ পাড়ায় শামিম হোসেন নামে এক ব্যাক্তিকে পিস্তল ঠেকিয়ে ৪৬হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারি রিফাত, তানভির ও প্রিতম।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃত মিরাজের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশী খেলনা পিস্তল উদ্ধার করা হয়। রোববার দুপুরে মাদক নিয়ন্ত্রন ও দ্রুত বিচার আইনে মামলা রুজু করে ধৃতদের ফেনী আদালতে পাঠানো হয়।

ওসি আরো জানায়, ধৃত তিনজনই মাদক সেবী ও চিহ্নিত ছিনতাইকারি। তাদের বিরুদ্ধে ফেনী আদালতে আরো একাধিক মামলা বিচারাধিন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *