সুমন পাটোয়ারী, দাগনভূঞা :
করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে আজ ১১ মে মঙ্গলবার দাগনভূঞা কাঁচাবাজার, জিরোপয়েন্ট, ও বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, এসময় পথচারী, যাত্রী, দোকানের মালিক, কর্মচারী ও ক্রেতাদেরকে মাস্ক পরিধান করার জন্য সচেতন করা হয়।
পাশাপাশি মাস্ক পরিধান না করায় ১২ জনকে ১,২০০ টাকা জরিমানা করা হয়। সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আবারো অনুরোধ করা হলো।
গাজালা পারভীন রুহি জানান, জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।