কাপ্তাই সংবাদদাতা :
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও পরিবহন বন্ধ থাকায় কাপ্তাইয়ের ৬৮৮ জন মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ড এর চাউল বিতরণ করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ-বাবু দীপংকর তালুকদার এমপি।
রবিবার (৯ই মে) কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ রিভার ভিউ এলাকায় আনুষ্ঠানিক ভাবে ৬৮৮ জেলে পরিবারের মাঝে বিনা মুল্যে জনপ্রতি চাউলের করেছেন.খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী. কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক. কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসিব জাহান. ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ. আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী.উপজেলা ছাত্র সভাপতি নুর উদ্দিন সুমন.সাধারণ সম্পাদক এ আর লিমনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।