মো মহি উদ্দিন :
পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব সকল সদস্য কে সাথে নিয়ে এগিয়ে আসলেন মানবতার সেবায়। সেই পরশুরাম উপজেলা পাগলির কুল অসহায় মানুষের পাশে। Channel b24 অনলাইন মিডিয়া নিউজ করার এক সপ্তাহ মধ্যে পাগলির কুল গ্রামের মানুষের পাশে সেই মানবিক সংগঠন।যে সংগঠন এর কথা মানুষের মুখে বার বার শুনা যায়।
পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় পালগির কুল গ্রামে নির্মাণ করা হয়েছে বাঁশের উন্নত মানের ব্রিজ ।এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা অন্যতম মাধ্যম বর্তমান নির্মিত বাঁশের ব্রিজ।পাগলির কুল গ্রাম বাসি খুবই আনন্দিত।
সরকারের মনোনীত এমপিদের সহযোগিতা না পাইলেও সহযোগিতা পেলেন মানবতার সংগঠন পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব ।পরশুরাম উপজেলা চিথলিয়া ইউনিয়নের শত শত পরিবারের গড়ে উঠা পাগলির কুল গ্রামের মানুষের স্বপ্ন থমকে রইলো না আর।সমাধান করা হয়েছে বাঁশের উন্নত ব্রিজ ।
ধনিকুন্ডা বাজার,ধনিকুন্ডা প্রাইমারি ও হাই স্কুল,আলাউদ্দিন আহমেদ চৌধুরী দাখিল মাদ্রাসা যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো পাগলীর কুল নদী/চরের একটি ভাঙা বাঁশে সাঁকো। যে সাঁকো ইতোমধ্যে প্রাণ কেড়ে নিলো অনেকের। এখন থেকে প্রাণ হারার সম্ভবনা কম।
নির্মাণ করা হয়েছে বাঁশের উন্নত মানের ব্রিজ। মধ্য বয়সীরা ঝুঁকি নিয়ে পার হলেও মৃত্যুভয়ে পথ রুদ্ধ শিশু-কিশোর আর বৃদ্ধরা।কিন্তু সকল সমস্যা সমাধান করলো একটা মানবিক সামাজিক সংগঠন। সকলের সহযোগিতা পাওয়ায় এই স্থানে একটি আধুনিক সাঁকো বা ব্রিজ স্থাপন করে ২০০-৩০০ মানুষের স্বপ্নের বাস্তব সমাপ্তি ঘটানো সম্ভব হয়েছে । আর সেই স্বপ্ন পূরণের ক্ষুদ্র চেষ্টায় পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব।