ফেনী’ প্রতিনিধি :
ফেনী’ জেলা যুবলীগের সাবেক আহবায়ক বেন্ডু হাজারী সহ ১২ জন যুবলীগ ও ছাত্রলীগ নেতার খুনের আসামি আবুল হোসেন মিয়াকে পদায়নের মাধ্যমে পুরস্কৃত করলো ফেনী সদর উপজেলা আওয়ামী’লীগ। গত ১এপ্রিল ধলিয়া ইউনিয়ন অা’লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সদর উপজেলা আ’লীগ। উক্ত কমিটিতে এই দুর্ধর্ষ যুবদল ক্যাডারকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে কমিটি অনুমোদন দেয়া হয়েছে ।
সদর উপজেলা আ’লীগের সভাপতি করিমুল হক জানান, সম্মেলনের মাধ্যমে সভাপতি – সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের প্রস্তাবিত পু্র্নাঙ্গ কমিটি জেলা আ’লীগের নির্দেশক্রমে অনুমোদন দেয়া হয়েছে।
জানা যায়, যুবদলের এক সময়ের দুর্ধর্ষ এই ক্যডার বিএনপি -জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে ফেনীর দক্ষিনাঞ্চলের প্রভাবশালী ত্রাস ছিলেন মিয়া ডাকাত। ধলিয়া ইউনিয়ন যুবদলের পদবি ব্যবহার করে দলের নেতাদের নির্দেশে আ’লীগ নেতাকর্মীদের খুন, আ’লীগ নেতাদের কাছে চাঁদাবাজী, আ’লীগ নেতাদের বাড়ীতে ডাকাতি ও ধর্ষনসহ সবই করতেন এই মিয়া ডাকাত।

ধলিয়া ইউনিয়ন আ’লীগ নেতারা জানান, বিএনপির শাসনামলে ফেনী’ সদরের যুবলীগ নেতা হুমায়ুন কবির, মফজল হোসেন, বেলাল ড্রাইভার, এমরান, ছাত্রলীগ নেতা মোঃ রনি, রসুল আহম্মদ, স্বপন , রুবেল ও বাকের আহম্মদ, নবাবপুরের সফি উল্লাহ ও কালামিয়া খুন করে মিয়া ডাকাত এবং সহযোগিরা। ওইসব হত্যাকান্ডের ঘটনায় মামলা গুলো ফেনী’ আদালতে এখনো বিচারাধীন।
এ ব্যাপারে মুখ খুলতে নারাজ ধলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার রিমন ও সাধারন সম্পাদক নুরুল আবছার সবুজ। তবে ইউনিয়ন অা’লীগের রেজুলেশনে আবুল হোসেন মিয়ার নাম ৫নং সদস্য হিসেবে প্রস্তাবিত ছিল।
ধলিয়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ জানান, ২০১৫ সালে ফেনী’ জেলা আ’লীগের সাধারন সম্পাদক- নিজাম উদ্দিন হাজারী এমপির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ যোগদেন আবুল হোসেন মিয়া। সেই থেকে দলের সকল কর্মসুচিতে তিনি নিয়মিত অংশ গ্রহন করেন।
বাংলারদর্পণ