নিজস্ব প্রতিবেদকঃ
আজ থেকে প্রায় ১১ মাস আগে যখন কোভিড-১৯ এর আক্রমণে গোটা বাংলাদেশ স্তব্ধ,ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই গৃহবন্দী ঠিক সেই মুহুর্তে সময় টাকে বিফলে যেতে না দিয়ে একদল তরুন তরুণী আবিষ্কার করে অনলাইন গনমাধ্যমে আড্ডার এক জগত |
সফলতার দুয়ারে দাঁড়িয়ে গোটা বাংলাদেশ থেকে বাছাই করা মেধাবী তরুণ তরুণী দের একতাবদ্ধ করে একটি পরিবারের রূপ ধারণ করা হয়েছে “Subtle চা-কফি আড্ডা” শিরোনামের একটি ফেসবুক গ্রুপে।
জানা যায় প্রায় ২২ হাজার তরুণ-তরুণী নিজেদের ঘরবন্ধী জীবনে অনলাইন পড়াশোনার পাশাপাশি অনলাইনে আড্ডার এই নতুন দিগন্তে তাদের সময় কে বন্ধুত্বপূর্ন পরিবেশে বাড়িয়ে চলছে |
অপর দিকে, দুই জোড়া কপোত-কপোতী আটকা পড়েছেন বিবাহ বন্ধনে যাদের পরিচয় শুরু হয় এই গ্রুপ থেকে।
গ্রুপের প্রতিষ্ঠাতা এবং এডমিন ইফতেখার ইমরান এর সাথে কথা বলে জানা যায়, “হঠাৎ করেই একটা ছোট সিদ্ধান্ত থেকে ধীরে ধীরে আজ সফলতার সাথে প্রতিষ্ঠিত হয়েছে গ্রুপটি, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন অনলাইনে আড্ডার এই প্লাটফর্ম টিকে আরো এগিয়ে নিতে পারেন
গ্রুপের এডমিন তরুন প্রজম্মের প্রিয় মুখ ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহ-সভাপতি তারেক শুভ বাংলার দর্পণ কে জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শালীনতা এবং শৃঙখলা বজায় রেখে সামনের দিনগুলো তে আরও নতুনত্ব আনতে,সামাজিক উন্নয়ন মূলক কাজে সহায়তা করতে আর তাই স্নেহের ছোটভাই ছোটবোন থেকে শুরু করে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সবার সহযোগিতা এবং দোয়া আমাদের কাম্য”।
গ্রুপের শৃঙখলা শালীনতা বজায় রাখতে ২৪ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন গ্রুপের মডারেটরবৃন্দ উল্লেখ্য এডমিন দের পাশাপাশি তারা ই মূলত অক্লান্ত পরিশ্রম করে গ্রুপটিকে একটি পজিশনে এনে দাড় করিয়েছেন যাদের মধ্যে অন্যতম পরিশ্রমী মডারেটর দের মধ্যে জায়গা করে নিয়েছেন অর্দি খান দোলা,সানমুন সুলতানা সাথী,নাবলুজা শাহজাবিন,সুরাইয়া নওরিন মিতু,সিজানা খানম সিজু, মিহির,মোনালিসা নিপা, তামান্না খান, নাদিয়া, সিমরান খান এবং নবনিযুক্ত মডারেটর, বাংলার দর্পন পাঠক ফোরাম, ঢাকার সাধারন সম্পাদক এবং নিরাপদ পরিবেশ চাই ফেনী জেলার সভাপতি ওমর সুলতান হৃদয়।
বাংলারদর্পণ