বরই কুড়াতে গেলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দ্বিতীয় শ্রেণির (৬) বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আহছান উল্যাহ (৬০), নামে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত যৌন নিপীড়নকারী উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মান্ত ভূঞা বাড়ি ওরফে নিত্যহনি বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

যৌন নিপীড়নের অভিযোগে মেয়েটির বাবা বাদী হয়ে শনিবার (২৭ মার্চ) দুপুরে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে অভিযুক্ত আহছান উল্যার বাউন্ডারি ওয়ালের ভিতর বরই কুড়াতে গেলে আহছান উল্যাহ বিভিন্ন লোভ দেখিয়ে শিশুটির লজ্জাস্থানে হাত দিয়ে যৌন নির্যাতন নিপীড়ন করে। তার পর শিশুটি কাউকে কিছু না বলে নানার বাড়িতে চলে যায়। সেখানে প্রশ্রাব করতে গেলে তার যৌনাঙ্গে জ্বালাও পোড়া, ব্যাথা করলে সে ঘটনাটি তার নানুকে খুলে বলে। পরে তাৎক্ষণিক তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
উল্লেখ্য, গত (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

গত (২০ মার্চ) শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। মামলার এজহারে বাদী উল্লেখ করে, সে বিষয়টি এলাকার গণ্যমান্য বৃক্তিদের অবহিত করলে তারা বিষয়টি মীমাংসা করে দেবে বলে অভিযুক্ত ব্যক্তিকে ডাকে। কিন্তু সে কাউকে তোয়াক্কা করেনা বিধায় থানায় এজহার দাখিল করতে বিলম্ব হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। শিশুটি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে আজ ডাক্তারি পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *