বসুরহাটে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৪০

নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দু,পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেয়র আবদুল কাদের

    মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মাঝে সংঘর্ষে আলাউদ্দিন নামে এক সিএনজি ড্রাইভার নিহত ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিদয় সংকটাপন্ন অবস্হায় রয়েছে।সংঘর্ষে অন্তত ৪০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

    হৃদয়কে গুলিবিদ্ধ আবস্হায় নোয়াকালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার আবস্হা আশংকাজনক। সে কাদের মির্জার সমর্থক ছিলো বলে জানান,স্হানীয় আওয়ামীলীগ নেতা আবদুল আউয়াল ।

    সিএনজি ড্রাইভার আলাউদ্দিন বাদল সমর্থক। আহত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি ও তিন পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন। আহত হয়েছেন,ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদতও।

    গুলির স্প্রিন্টারের আঘাতে আহতদের আবস্হা সংকটাপন্ন। অনেকেই মৃত্যুর সাথে পান্জা লড়ছেন।

    মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে দফায় দফায় কোম্পানীগঞ্জ থানার পশ্চিম পাশে, রূপালী চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ, গাড়ি ও দোকানে ভাঙচুর চালায়।

    কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

    বুধবার কোম্পানীগঞ্জের প্রশাসন ১৪৪ ধারা জারী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *