শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা :
খুলনার কয়রায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭মার্চের বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন বীর মুক্তিযুদ্ধা শাহাবুদ্দিন গাজী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী মুস্তাকিম বিল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সানা, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।
দিবসটি উপলক্ষে বেলা তিনটায় কয়রা থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ও বর্তমান সরকারের বিগত ১২বছরের উন্নয়নে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: রবিউল হোসেনের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ চয়ন কুমার রায়, কয়রা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক এইচ এম হুমায়ুন কোবির। কয়রা থানার ওসি (তদন্ত) এস এম শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কয়রা থানা পুলিশ, গ্রাম পুলিশ, সাংবাদিক, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন।রবিবার বেলা ১২ টায় উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চলনায় ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম, সাবেক ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজল, আওসাফুর রহমান, যুবলীগ নেতা আছাদুল হক, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম , ফেরদৌস আহম্মেদ, সাব্বির হোসেন, বিলাল হোসেন, বেলাল আহম্মেদ বিল্লু, আমিনুর রহমান রাজা, মোক্তারুল ইসলাম, হাবিবুল্লাহ, নিতিশ সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, কিসমত আলম, সাগর, অপূর্ব বাইন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।