সোনাগাজী প্রতিনিধি :-
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সোনাগাজী উপজেলা প্রতিবন্ধী সংস্থার আয়োজনে ৭ মার্চ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার সকালে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন – সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন – ফেনী প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক সৈয়দ মনির আহমদ, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক বাহার উল্যাহ বাহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন, গেরিলা মুক্তিযোদ্ধা কমরেড আবু তাহের প্রমূখ।
উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হানিফ এর সভাপতিত্বে ও সংস্থার পরিচালক আবু মুছা তুহিনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন – মাস্টার শামসুল হক,সংস্থার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সমাজসেবক আবদুল হক সহ প্রতিবন্ধী সংস্থার সদস্য বৃন্দ।
বক্তাগণ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে বক্তব্য প্রদান করেন ও নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার আহ্বান জানান।
বাংলার দর্পন