ফেনী প্রতিনিধি
ফেনীর আলোচিত আওয়ামীলীগ নেতা এম আজহারুল হক আরজু (৫৮) আর নেই। আজ শুক্রবার ভোর ৫ টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সাবেক আহবায়ক, সাবেক জেলা অা’লীগ সদস্য ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। স্বৈরাচার বিরোধি আন্দোলনে ফেনীর রাজপথে সবচেয়ে আলোচিত ছিলেন আরজু।
বিকাল ৫টায় সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বটুয়া দিঘীর পাড় ঈদগা ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বাংলারদর্পণ