নরসিংদী প্রতিনিধি :
সন্ত্রাসি হামলার শিকার হলেন শিবপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সোহেল । মুমুর্ষ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সম্প্রতি শিবপুরে ওই হামলার ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ সভাপতি সোহেল জানান, শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান, যুদ্ধকালীন কমান্ডার শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মরহুম ফজলুর রহমান ফটিক মাষ্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত হওয়ায় তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান।
তিনি আরো জানান,অা’লীগ সভাপতির নির্দেশে তার উপর চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে।
হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে অা’লীগ সভাপতি হারুন খান বলেন দলীয় গ্রুপিংয়ের কারনে তাকে দোষারোপ করা হচ্ছে।
উল্লেখ্য, অা’লীগ সভাপতি হারুন উর রশিদের কথার অডিও রেকর্ড ও জীবন নাশের হুমকি দেয়ার রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ।
বাংলারদর্পণ